জঙ্গিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে তালেবানকে বললো চীন

কাবুল বিমানবন্দরে আত্মঘাতী বোমা হামলার নিন্দা জানিয়েছে চীন। একই সঙ্গে তারা তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে, জঙ্গি সংগঠনগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রতিশ্রুতি মেনে চলার জন্য। শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসব কথা বলেন।

মুখপাত্র ঝাও লিজান জানান, চীন আশা করে, সব পক্ষ মিলে ক্ষমতার নির্বিঘ্ন হস্তান্তরের জন্য সব পক্ষ কার্যকর পদক্ষেপ নেবে।

হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, চীন নিহত ও তাদের পরিবার এবং আহতদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে। চীন যে কোনও ধরনের সন্ত্রাসবাদের বিরোধিতা ও তীব্র নিন্দা জানায়। আমরা সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলা এবং আবারও আফগানিস্তানকে জঙ্গিবাদে ঘাঁটি হওয়া ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে আগ্রহী।

ঝাও লিজান বলেন, আমরা দেখেছি গত ২০ বছরে কয়েকটি জঙ্গি সংগঠন আফগানিস্তানে সংগঠিত ও গড়ে ওঠেছে, বিশেষ করে ইস্ট তুর্কমেনিস্তান ইসলামিক মুভমেন্ট। যা আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি।

মুখপাত্র বলেন, তালেবান কর্মকর্তারা স্পষ্ট করেছেন। তাদের উচিত সব জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার প্রতিশ্রুতিতে অটল থাকা। সূত্র: হিন্দুস্তান টাইমস