ঘূর্ণিঝড়ের কারণে বিমান-ট্রেনের শিডিউল বাতিল, বন্ধ স্কুল

চীনের বাণিজ্যিক শহর সাংহাই-এ আঘাত হানছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘চানথু’। বাতিল করা হয়েছে বিমান, ট্রেন চলাচল। বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুলও। চানথুর প্রভাবে চীনের উপকূলীয় এলাকায় ঝোড়ো বাতাসের সঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

সোমবার সাংহাই-এর উপকূলে ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। ক্ষয়ক্ষতি এড়াতে সাংহাই এবং পার্শ্ববর্তী অঞ্চলের কর্তৃপক্ষ ফ্লাইট ও ট্রেন পরিষেবা বাতিল করেছে। উপকূলীয় এলাকায় ইতোমধ্যে বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া বিভাগ বলছে, ঘূর্ণিঝড়টি সময়ের সঙ্গে দুর্বল হয়ে পড়তে পারে। সাংহাই শহরে ২ কোটি ৬০ লাখ মানুষের বসবাস। সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছে প্রশাসন।

এদিকে, সাংহাইয়ের পাশের প্রদেশ ঝেজিয়াং-এ সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। এখানেও অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। প্রদেশটির নয়টি জেলায় আকস্মিক বন্যার রের্ড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ।

চীনের দক্ষিণ পূর্বাঞ্চলের সাংহাই, জিয়াংশু এবং উত্তর পূর্বাঞ্চলীয় ঝেজিয়াং প্রদেশে ২৫০ থেকে ২৮০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।

সূত্র: আল-জাজিরা।