গোপনে চীনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঘুরলো পৃথিবীর কক্ষপথ

মহাকাশে আঘাত হানতে পারে এমন পারমাণবিক বোমা বহনে সক্ষম হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে চীন। চলতি বছরের আগস্টে গোপনে অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্রটি পৃথিবীর কক্ষপথ ভ্রমণ করে। শনিবার একাধিক সূত্রের বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে ফাইন্যান্সিয়াল টাইমস।

খবরে বলা হয়, হাইপারসনিকটি একটি লং মার্চ রকেটে বহন করা হয়েছিল। মূলত কোনও ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার আগে ঘোষণা দিয়ে জানালেও এবার বিষয়টি গোপন রাখে বেইজিং। তবে ক্ষেপণাস্ত্রটি ৩২ কিলোমিটার লক্ষ্যমাত্রায় পৌঁছাতে ব্যর্থ হয়েছে বলে জানা গেছে।

এদিকে হাইপারসনিক অস্ত্রে বেইজিংয়ের অগ্রগতিতে ‘মার্কিন গোয়েন্দাদের অবাক করে দিয়েছিল’ বলেও ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে এসেছে। যদিও এ বিষয়ে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন মুখপাত্রের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিশ্বে চীন, যুক্তরাষ্ট্র রাশিয়াসহ পাঁচটি দেশ হাইপারসনিক প্রযুক্তি নিয়ে কাজ করে যাচ্ছে। এটি ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতি সম্পন্ন।