স্কুলশিশুদের হোমওয়ার্কের চাপ কমাচ্ছে চীন

স্কুলশিশুদের হোমওয়ার্কের চাপ ও ক্লাস শেষে পড়ানোর চাপ কমানোর লক্ষে একটি শিক্ষা আইন প্রণয়ন করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, অভিভাবকদের নির্দেশ দেওয়া হয়েছে শিশুদের যাতে পর্যাপ্ত বিশ্রাম ও শারীরিক অনুশীলনের সময় পায় এবং অনলাইনে কম সময় কাটায়। আগস্টে চীন ছয় ও সাত বছরের শিশুদের জন্য লিখিত পরীক্ষা নিষিদ্ধ করেছে।

ওই সময় কর্মকর্তারা হুঁশিয়ারি জানিয়ে বলেছিলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে।   

গত বছর ইন্টারনেট ও জনপ্রিয় সংস্কৃতির প্রতি শিশুদের আসক্তি কমাতে অনেকগুলো পদক্ষেপ গ্রহণ করে।

শনিবার দেশটির ন্যাশনাল পিপল’স কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটি সর্বশেষ পদক্ষেপ হিসেবে এই আইনটি পাস করেছে। এটিই চীনের স্থায়ী আইন প্রণয়ন কমিটি।

আইনটির বিস্তারিত এখনও প্রকাশ করা হয়নি। কিন্তু খবরে ইঙ্গিত পাওয়া গেছে, এতে শিশুদের নৈতিক, বুদ্ধিগত উন্নয়ন ও সামাজিক অভ্যাস শিক্ষাদানের জন্য অভিভাবকদের উৎসাহিত করা হয়েছে।

এটি বাস্তবায়নের এখতিয়ার থাকবে স্থানীয় সরকারের। যেমন শিশুদের পাঠ্যক্রম বহির্ভূত কর্মকাণ্ডের জন্য তহবিল প্রদান।

চীনের সামাজিক যোগাযোগমাধ্যমে আইনটি মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। অনেকেই ভালো অভিভাবক তৈরির এই উদ্যোগের প্রশংসা করেছেন। তবে অনেকেই প্রশ্ন তুলছেন স্থানীয় কর্তৃপক্ষ বা অভিভাবকরা এই আইন বাস্তবায়নের জন্য প্রস্তুত কিনা।