স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে খবরে বলা হয়, বুধবার জিয়াংশি প্রদেশের সাংরাও শহরের একটি গ্রামে হংশেং আতশবাজি কারখানায় এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর ওই এলাকা থেকে অন্তত এক হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। বিস্ফোরণটি এতই শক্তিশালী ছিল যে এর আঘাতে আশপাশের আবাসিক এলাকার বাড়ির কাঁচের জানালা ভেঙে পড়ে।
স্থানীয় জেলা সরকার জানিয়েছে, বিস্ফোরণের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
এর আগে গত সপ্তাহে হেনানে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে দশজন নিহত ও সাত জন আহত হয়েছিলেন। চীনের লুনার নববর্ষ উৎসবের আর মাত্র কয়েকদিন বাকি আছে। ওই দিন আতশবাজি পুড়ানো চীনের ঐতিহ্য। নববর্ষের আগে চীনের আতশবাজি কারখানাগুলোতে ধারাবাহিক দুর্ঘটনা ঘটে।
/এএ/