চীনে ফের ধরা পড়লেন উ. কোরিয়ার পক্ষ ত্যাগকারী

কারাগার থেকে পালিয়ে যাওয়া উত্তর কোরিয়ার এক পক্ষ ত্যাগকারীকে উত্তরপূর্ব চীন থেকে ফের আটক করা হয়েছে। তীব্র ঠাণ্ডায় প্রায় ৪০ দিন পালিয়ে বেড়ানোর পর তাকে আটক করেছে চীনা কর্তৃপক্ষ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

চীনা কর্তৃপক্ষ ওই ব্যক্তিকে ৩৯ বছর বয়সী ঝু জিয়ানজিয়ান হিসেবে শনাক্ত করেছেন। দণ্ড পূরণের দুই বছর বাকি থাকা অবস্থায় কারাগার থেকে পালান তিনি।

আদালতের নথি থেকে জানা যায়, উত্তর কোরিয়ায় খনি শ্রমিক হিসেবে কাজ করতেন ঝু জিয়ানজিয়ান। ২০১৩ সালে নদী সাঁতরে চীনের জিলিয়ান প্রদেশের তুমেন শহরে প্রবেশ করেন তিনি। ওই বছরে তাকে গ্রেফতার করে চীনা কর্তৃপক্ষ। অবৈধভাবে সীমান্ত পাড়ি, জোচ্চুরি এবং ডাকাতির দায়ে তাকে ২০১৪ সালে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়। দণ্ড শেষ হলে তাকে প্রত্যর্পণের কথা ছিলো।

ভালো আচরণের কারণের দুই দণ্ড কমানো হয় ঝু জিয়ানজিয়ান। গত ১৮ অক্টোবর জিলিয়ান কারাগার থেকে পালিয়ে যান তিনি। দড়ি ব্যবহার করে এবং একটি ইলেক্ট্রিক বেড়ার ক্ষতি করে পালানোর ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে। অনেকেই ধারণা করতে থাকেন এই ব্যক্তির সামরিক প্রশিক্ষণ রয়েছে।