একে অপরের নিরাপত্তা স্বার্থ রক্ষা করা উচিত, পুতিনকে শি

একে অপরের নিরাপত্তা স্বার্থের সুরক্ষায় চীন ও রাশিয়ার আরও বেশি যৌথ উদ্যোগ নেওয়া উচিত বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার এক ভার্চুয়াল সম্মেলনে শি একথা বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

পুতিনকে চীনা প্রেসিডেন্ট বলেন, গণতন্ত্রের লেবাসে কিছু আন্তর্জাতিক শক্তি চীন ও রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ এবং নির্মমভাবে আন্তর্জাতিক আইন ও স্বীকৃতি আন্তর্জাতিক সম্পর্কের রীতিনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে।

পশ্চিমাদের সঙ্গে রাশিয়া ও চীনের উত্তেজনাকর সময়ে এই ভার্চুয়াল আলোচনায় বসলেন পুতিন ও শি। বেইজিংয়ের বিরুদ্ধে মানবাধিকার এবং মস্কোর বিরুদ্ধে ইউক্রেন সীমান্তে সেনা মোতায়েন নিয়ে পশ্চিমাদের চাপ রয়েছে।