দুইজনের ওমিক্রন শনাক্তের পর পুরো শহরে গণপরীক্ষা

করোনার অতি সংক্রামক ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হওয়ায় চীনের তিয়ানজিনের ১ কোটি ৪০ লাখ বাসিন্দার কোভিড পরীক্ষা শুরু করেছে সরকার। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, শহরটিতে ২০ শিশু ও প্রাপ্ত বয়স্কের করোনা পজেটিভ ফলাফল আসে। এদের মধ্যে দুই শিশুর নমুনায় ওমিক্রনের অস্তিত্ব পাওয়া গেছে। এ অবস্থায় রবিবার (৯ জানুয়ারি) পুরো শহরের মানুষকে গণপরীক্ষার আওতায় আনা হচ্ছে।

মার্কিন সংবাদমাধ্যম এপি’র খবরে বলা হয়েছে, চীনের বন্দর নগরী তিনজিয়ানের একটি স্কুলের ৮ থেকে ১৪ বছরের ১৫ শিক্ষার্থী করোনায় সংক্রমিত। এছাড়া ওই প্রতিষ্ঠানের এক কর্মীসহ চার অভিভাকও সংক্রমিত।

আগামী ৪ ফেব্রুয়ারি থেকে চীনে বসতে যাচ্ছে শীতকালীন বেইজিং অলিম্পিক ২০২২। অলিম্পিকের আসরকে কেন্দ্র করে করোনা শূন্যের কোটায় নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে প্রথমে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর দ্রুত সময়ের মধ্যেই বিশ্বজুড়ে ছড়িয়ে এই প্রাণঘাতী ভাইরাস। এর মধ্যে বিশ্বে ওমিক্রন ভ্যারিয়েন্টের দাপট দেখা যাচ্ছে। ফলে নতুন করে বিধিনিষেধ আরোপ করছে বিশ্বের বিভিন্ন দেশ।