ইউক্রেন ইস্যুতে রাশিয়ার পাশে ন্যাটোবিরোধী চীন

ইউক্রেনে চলমান উত্তেজনায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি নিজেদের সমর্থনের কথা জানিয়েছে চীন। তারা ন্যাটোকে ‘সেকেলে’ বলে উল্লেখ করে পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছে মস্কোর বৈধ নিরাপত্তা উদ্বেগকে বিবেচনায় নেওয়ার জন্য। মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস এখবর জানিয়েছে।

এমন সময় বেইজিং ন্যাটো জোটের বিরোধিতা করলো যখন ইউক্রেন সীমান্তে প্রায় একলাখ সেনা মোতায়েন করেছে রাশিয়া। একইসঙ্গে তারা পশ্চিমাদের কাছে নিরাপত্তা নিশ্চয়তা চেয়ে একাধিক দাবি তুলে ধরেছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের আশঙ্কা, রাশিয়া যে কোনও ইউক্রেনে আক্রমণ চালাতে পারে। ইউক্রেন অবশ্য বলছে, সীমান্তে মোতায়েনকৃত রুশ সেনার সংখ্যা পূর্ণাঙ্গ আক্রমণ অভিযান পরিচালনার জন্য যথেষ্ট নয়।

বুধবার এক প্রেস ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এক প্রশ্নের জবাবে বলেন, ন্যাটো জোট শীতল যুদ্ধের অবশেষ। বিশ্বের বৃহত্তম সামরিক জোট হিসেবে ন্যাটো উচিত শীতল যুদ্ধের সেকেলে মানসিকতা ও আদর্শগত ভিত্তি পরিহার করা। শান্তি ও স্থিতিশীলতা জন্য সহায়ক এমন কাজ করা উচিত।

মুখপাত্র আরও বলেন, চীন দৃঢ়ভাবে সব ধরনের ছোট চক্রের বিরোধিতা করে।

তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে একে অপরের বৈধ নিরাপত্তা উদ্বেগ বিবেচনা, শত্রুতা ও সংঘর্ষ এড়িয়ে চলা এবং সঠিকভাবে ভিন্নতা ও বিরোধ নিরসনের আহ্বান জানান।

ইউক্রেন সম্পর্কিত আরও খবর পড়তে ক্লিক করুন: ইউক্রেন