চীনের প্লেন বিধ্বস্তের ঘটনা উদ্দেশ্যমূলক হতে পারে: প্রতিবেদন

চীনের ইস্টার্ন এয়ারলাইন্সের প্লেন বিধ্বস্তের ঘটনাটি উদ্দেশ্যমূলক ছিল কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই বিষয়ে অবগত দুই ব্যক্তি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, প্লেনটির যান্ত্রিক ত্রুটির কোনও প্রমাণ পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার ওয়াল স্ট্রিট জার্নালের এক খবরে বলা হয় বোয়িং ৭৩৭-৮০০ প্লেনটির ব্ল্যাক বক্স থেকে ইঙ্গিত পাওয়া গেছে, ককপিটে থাকা কেউ উদ্দেশ্যমূলকভাবে এটি বিধ্বস্ত করায়। মার্কিন কর্মকর্তাদের প্রাথমিক পর্যালোচনার সঙ্গে পরিচিত ব্যক্তিদের উদ্ধৃত করে এই খবর জানায় সংবাদমাধ্যমটি।

প্লেনটির প্রস্তুতকারক বোয়িং কর্পোরেশন এবং যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি) এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তারা এই প্রশ্নটি চীনের নিয়ন্ত্রকদের দিকে ঠেলে দিয়েছেন। সিভিল এভিয়েশন এডমিনিস্ট্রেশন অব চায়না (সিএএসি) এই তদন্তের নেতৃত্ব দিচ্ছে। তারা তাৎক্ষণিকভাবে এনিয়ে কোনও মন্তব্য করেনি।

কুনমিং থেকে গুয়ানজু যাওয়ার পথে বোয়িং ৭৩৭-৮০০ প্লেনটি গত ২১ মার্চ গুয়ানজি অঞ্চলের পার্বত্য এলাকায় বিধ্বস্ত হয়। হঠাৎ করে উচ্চতা হারিয়ে প্লেনটি বিধ্বস্ত হলে এর ১২৩ যাত্রী এবং নয় ক্রু সদস্যের সকলেই প্রাণ হারান।

বিগত ২৮ বছরের মধ্যে এটাই ছিল চীনের মূল ভূখণ্ডের সবচেয়ে বড় বিমান দুর্ঘটনা।

কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত উচ্চতা হারানোর সময় এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং কাছের অন্য প্লেনের পাইলট বারবার ডাক পাঠালেও তাতে সাড়া দেননি প্লেনটির পাইলট। একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, বিধ্বস্তের ঘটনাটি স্বেচ্ছায় ঘটানো কোনও কাজ ছিল কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ওয়াল স্ট্রিট জার্নালের খবরের স্ক্রিনশট বুধবার চীনের সোশ্যাল মিডিয়া উইবু এবং মেসেজিং অ্যাপ উইচ্যাট এ সেন্সর হতে দেখা গেছে। উইবুতে ‘চায়না ইস্টার্ন’ এবং ‘চায়না ইস্টার্ন ব্ল্যাক বক্স’ হ্যাশট্যাগ নিষিদ্ধ করা হয়েছে। আইন লঙ্ঘনের কথা বলে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ব্যবহারকারীরা এই ঘটনা সংক্রান্ত কোনও পোস্ট উইচ্যাট গ্রুপে প্রকাশ করতে পারছেন না।

সূত্র: রয়টার্স