যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংলাপ স্থগিত করলো চীন

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের জের ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের সামরিক সংলাপ স্থগিত করেছে চীন। একই সঙ্গে বেশ কয়েকটি খাতে ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা বাতিলেরও ঘোষণা দিয়েছে দেশটি। শুক্রবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এসব পদক্ষেপের কথা জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তঃসীমান্ত অপরাধ, মাদক পাচার অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোসহ আটটি খাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাতিল করেছে চীন।

ন্যান্সি পেলোসি জাপান ত্যাগের পর এক বিবৃতি দিয়ে দ্বিপক্ষীয় সামুদ্রিক সামরিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটি দ্বিপক্ষীয় বৈঠক বাতিল করেছে।

এছাড়া পৃথকভাবে ন্যান্সি পেলোসি ও তার পরিবারের সদস্যদের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে বেইজিং।

বেইজিংয়ের ক্রমাগত হুমকি উপেক্ষা করে মঙ্গলবার তাইওয়ান সফর শুরু করেন মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। বুধবার তিনি অঞ্চলটি ছেড়ে যান। মার্কিন স্পিকারের এই সফরের তীব্র প্রতিক্রিয়া জানায় চীন।

পেলোসির তাইওয়ান সফরের একদিনের মাথায় তাইওয়ানকে ঘিরে ‘কৌশলগত মহড়া’ শুরু করেছে চীন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই মহড়া চলবে আগামী রবিবার পর্যন্ত।