বহুতল ভবনে আগুন লেগে প্রাণ গেলো ১০ জনের

চীনের পশ্চিমাঞ্চলীয় জিনজিয়াংয়ের উরুমকি শহরের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভের সৃষ্টি হয়েছে। কারণ গত আগস্টের শুরু থেকেই কঠোর বিধিনিষেধ রয়েছে শহরটিতে। শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানা গেছে, চীনের স্থানীয় সময় বৃহস্পতিবার আবাসিক ভবনের ১৫ তলায় আগুন লাগে। মুর্হূতেই তা ছড়িয়ে পড়ে আশপাশে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন দমকলকর্মীরা। তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা যায়। আহতদের শ্বাসনালি ও ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছে।

কী কারণে আগুন লেগেছে এখনও কারণ জানা যায়নি। তদন্ত শুরু করেছে ওই এলাকার প্রশাসন। 

চীনে প্রায় সময় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। সম্প্রতি আনিয়াং শহরের একটি কারখানায় দগ্ধ হয়ে ৩৮ জনের প্রাণহানি হয়।