চীনে ঘন কুয়াশায় সড়কে প্রাণ গেলো ১৭ জনের

ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরও ২২ জন। রবিবার (৮ জানুয়ারি) চীনের জিয়াংশি প্রদেশ এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাতে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি জানিয়েছে, ‘নানচাং কাউন্টিতে রাত ১টার দিকে বড় ধরনের দুর্ঘটনাটি ঘটে। আহতদের উদ্ধার করে জরুরিভিত্তিতে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ বের করতে বিস্তর তদন্ত শুরু করেছে।’

দুর্ঘটনার এক ঘণ্টা পর চালকদের ভ্রমণে সতর্কতা জারি করে ট্রাফিক বিভাগ। ওই এলাকাটি কুয়াশাচ্ছন্ন। পুলিশ জানিয়েছে, কুয়াশার কারণে চালকদের জন্য গাড়ি চালানো কষ্টকর। সড়কে দৃশ্যমান কম, এতে দুর্ঘটনা ঘটতে পারে।

এর আগে, গত সেপ্টেম্বরে চীনের গুইঝো প্রদেশে সড়ক দুর্ঘটনা ২৭ জন যাত্রী প্রাণ হারান। সূত্র: এপি