রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে সর্বদা যোগাযোগ রাখছে চীন

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে কিয়েভসহ সব পক্ষের সঙ্গে সব সময় যোগাযোগ রেখেছে চীন। সোমবার এক নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র। রয়টার্স এ খবর জানিয়েছে।

ব্রিফিংয়ে মুখপাত্র মাও নিং-এর কাছে জানতে চাওয়া হয়েছিল, চীনের সঙ্গে আলোচনাকে স্বাগত জানানোর বিষয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মন্তব্য প্রসঙ্গে। জবাবে তিনি বলেছেন, কিয়েভসহ সংঘাতে জড়িত সবপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে চীন।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের আগ্রহের বিষয়ে জেলেনস্কির মন্তব্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে মুখপাত্র বলেছেন, ইউক্রেন সংকট নিয়ে চীনের অবস্থান অবিচলিত এবং খুব স্পষ্ট।

মাও বলেন, এই অবস্থানে মূলে রয়েছে শান্তির আহ্বান এবং সংকটের সমাধানের জন্য সংলাপ ও রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্বারোপ।

শুক্রবার জেলেনস্কি বলেছিলেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠকের পরিকল্পনা রয়েছে। তবে বৈঠক কবে হতে পারে তা সম্পর্কে কিছু বলেননি।