এক সপ্তাহের চীন সফরে নেপালের সেনাপ্রধান

প্রধানমন্ত্রীর সফর শেষে এবার নেপালের সেনাপ্রধান জেনারেল রাজেন্দ্র চেট্রি এক সপ্তাহের চীন সফরে গিয়েছেন। রবিবার তিনি চীনের উদ্দেশে নেপাল ত্যাগ করেন। রবিবারই চীন সফর করে দেশে ফিরেছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি।

নেপালের সেনাপ্রধান জেনারেল রাজেন্দ্রগত বছরের সেপ্টেম্বরে সেনাপ্রধানের দায়িত্ব গ্রহণের পর রাজেন্দ্র চেট্রির এটা দ্বিতীয় বিদেশ সফর। দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক বৃদ্ধির উদ্দেশে তিনি চীন সফর করছেন বলে ধারণা করা হচ্ছে।
নেপালের সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, নেপালের সেনাবাহিনীর জন্য চীন সামরিক প্রশিক্ষণের ক্ষেত্র বাড়াবে।
ভারত সফরের ঠিক দুই মাসের মাথায় চীন সফর করছেন চেট্রি। ভারত সফরের সময় তাকে ভারতীয় সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল উপাধি দেওয়া হয়।
নেপালের সেনাবাহিনীর মুখপাত্র তারা বাহাদুর কার্কি জানান, দুই প্রতিবেশী দেশের প্রতিরক্ষাবাহিনীর মধ্যে সম্পর্ক শক্তিশালী করতেই এ সফর। দীর্ঘমেয়াদি কোনও চুক্তির সম্ভাবনা এ সফরে নেই।

নেপালের শতবর্ষ ধরে চসে আসা রাজতন্ত্রের অবসানের পর দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা চায় চীন। সূত্র: এনডিটিভি।

/এএ/