সুইডেনে বন্দুকধারীদের গুলিতে আহত ৪

nonameসুইডেনের বন্দুকধারীদের হামলায় ৪ জন আহত হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় নগরী মালমোর মধ্যাঞ্চলে রবিবার রাতে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।

পুলিশ এ হামলাকে পূর্ব পরিকল্পিত বলে মনে করছে। বন্দুকধারীরা স্কুটারে করে এসে এ হামলা চালায় এবং পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ এক বিবৃতিতে জানায়, ‘স্থানীয় সময় সন্ধ্যা ৭টার কিছু আগে নগরীর ফোসিয়া এলাকায় এ বন্দুক হামলা চালানো হয়। ওই এলাকার পুলিশ একজনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি নিয়ে যায়। আহত অপর তিনজন নিজেরাই হাসপাতালে পৌঁছুতে সক্ষম হয়েছেন।’

ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা সিডসবেস্কান পত্রিকাকে বলেন, জরুরি সেবার গাড়িগুলো পৌঁছানোর আগেই আহতদের হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে একজনের মাথায় গুলি লাগে। তার অবস্থা গুরুতর। সূত্র: ফক্স নিউজ।

/এএ/