জর্জিয়ার নির্বাচনে ক্ষমতাসীন ড্রিম পার্টির জয়

nonameজর্জিয়ার নির্বাচনে ক্ষমতাসীন ড্রিম পার্টি বিপুল ভোটে জয় পেয়েছে। সোমবার সরকারিভাবে ঘোষিত ফল থেকে এ তথ্য জানা যায়। ফল ঘোষণার আগেই প্রধান বিরোধী দল নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলেছিল।

কেন্দ্রীয় নির্বাচন কমিশনের মুখপাত্র কাতেভান দঙ্গাজ বলেন, ‘জর্জিয়ার পার্লামেন্ট নির্বাচনে দেশের ক্ষমতাসীন ড্রিম পার্টি ব্যাপক ব্যবধানে জয়ী হয়েছে।’

গত ৮ অক্টোবর অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে জর্জিয়ার ড্রিম পার্টি ৪৮ দশমিক ৬৮ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করে। অপরদিকে এ নির্বাচনে দেশটির প্রধান বিরোধী দল ইউনাইটেড ন্যাশনাল মুভমেন্ট (ইউএনএম) ২৭ দশমিক ১১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে।

সরকারিভাবে ঘোষিত ফল অনুযায়ী, পার্লামেন্টের ১৫০টি আসনের মধ্যে  ড্রিম পার্টি ১১৫টি, ইউএনএম ২৭টি এবং অ্যালায়েন্স অব প্যাট্রিয়টস ৬টি আসন পাবে।

বড় এই বিজয়ের মধ্যদিয়ে জর্জিয়ার ড্রিম পার্টি নতুন মন্ত্রিপরিষদ গঠনের এবং সংবিধান সংশোধনী বিল পাসের একক সুযোগ পাচ্ছে।

এদিকে প্রথম দফা ও রবিবার অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটের পর বিরোধী দল নির্বাচনে সরকারের বিরুদ্ধে ব্যাপক জালিয়াতি করার অভিযোগ তুলেছে। সূত্র: এএফপি।

/এএ/