দুর্নীতির দায়ে সাবেক আইএমএফ প্রধানের ৪বছরের কারাদণ্ড

nonameআন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক প্রধান রদ্রিগো রাতোকে কর্পোরেট ক্রেডিট কার্ডের অপব্যবহারের মামলায় সাড়ে চার বছর কারাদণ্ড দিয়েছে স্পেনের জাতীয় আদালত। বৃহস্পতিবার এ রায় দিয়েছে আদালত।

রদ্রিগোর বিরুদ্ধে অভিযোগ, স্পেনের আর্থিক সংকট চলার সময় তিনি দুই শীর্ষস্থানীয় স্প্যানিশ ব্যাংকের কর্পোরেট ক্রেডিট কার্ডের অপব্যবহার করেছেন। তার সঙ্গে মামলায় অভিযুক্ত ছিলেন কাজা মাদ্রিদ ও বানকিয়া ব্যাংকের আরও ৬৪ জন সাবেক কর্মকর্তা। 

তাদের বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, ২০০৩-২০১২ সাল পর্যন্ত সময়ে তারা ব্ল্যাক ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রায় সাড়ে দশ মিলিয়ন ডলার হোটেল ও পার্টির বিল ও বিলাস সামগ্রী ক্রয় করেছেন।

৬৭ বছরের রদ্রিগো অবশ্য কোনও অপরাধে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তার দাবি, কর্মকর্তাদের সঙ্গে চুক্তি অনুসারেই তিনি এ ব্যয় করেছেন।

অভিযোগপত্র অনুসারে, ২০১০ সালে কাজা মাদ্রিদ ব্যাংকের দায়িত্ব নেওয়ার সময় তার উত্তরসূরী মিগুয়েল ব্লেসার অনিয়মের ধারা রাখেন রদ্রিগো। বৃহস্পতিবার ব্লেসাকেও ছয় বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সূত্র: গার্ডিয়ান।

/এএ/