ইউরোপে অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এফ-৩৫ যুদ্ধবিমানপশ্চিমাদের সামরিক জোট ন্যাটো বাহিনীর মহড়ায় অংশ নিতে কয়েকটি অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। মহড়ায় যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সামরিক যুদ্ধবিমানের সঙ্গে প্রশিক্ষণে অংশ নেবে। ইউরোপে বেশ কয়েক সপ্তাহ এসব বিমান মোতায়েন থাকবে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন।

শুক্রবার এক বিবৃতিতে পেন্টাগন জানায়, এ মহড়ায় বিমানটি অংশ নেওয়ার ফলে অভিযানে এটার সক্ষমতা যাচাইয়ের সুযোগ পাবে মার্কিন বিমানবাহিনী। তবে ইউরোপের কোন দেশে এসব যুদ্ধবিমান প্রশিক্ষণের জন্য মোতায়েন করা হচ্ছে বিবৃতিতে তা জানায়নি পেন্টাগন।

পেন্টাগনের ব্যয়বহুল অস্ত্র প্রকল্প হচ্ছে এফ-৩৫ যুদ্ধবিমান। এই নির্মাণের প্রকল্প নেওয়ার পর বেশ কয়েকবার বাধার মুখে পড়েছে। গত বছর নির্বাচনি প্রচারণার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বিমানটির নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন কর্পোরেশনের সমালোচনা করেছিলেন অত্যাধিক ব্যয়ের জন্য।

জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন তার প্রশাসন চুক্তি থেকে ৬০০ মিলিয়ন ডলার কমাতে সক্ষম হয়েছে। যুক্তরাষ্ট্র ৯০টি এফ-৩৫ যুদ্ধবিমান কেনার চুক্তি করেছে নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে। এছাড়া আগামী ১৫ বছরে ২ হাজার ৪৪৩টি এফ-৩৫ যুদ্ধবিমান কেনার জন্য ৩৯১ বিলিয়ন ডলার ব্যয় করবে।

এফ-৩৫ যুদ্ধবিমানটি মার্কিন বিমানবাহিনী, মেরিন কর্পস ও নৌ-বাহিনী ব্যবহার করছে। যুক্তরাষ্ট্র ছাড়াও অস্ট্রেলিয়া, ব্রিটেন, নরওয়ে, ইতালি, নেদারল্যান্ডস ও ইসরায়েলেরও এ যুদ্ধবিমান রয়েছে। গত বছর ডিসেম্বর মাসে জাপানও বিমানটি কিনেছে। নির্মাতা প্রতিষ্ঠানটি জানিয়েছে, স্পেন, বেলজিয়াম ও সুইজারল্যান্ডও বিমানটি কেনার জন্য আলোচনা করছে। সূত্র: রয়টার্স।

/এএ/