ব্রেক্সিট আলোচনার নীতিমালা অনুমোদন করলো ইইউ

_95840452_65c24725-2c9a-4ec1-b312-3669a6f22773যুক্তরাজ্যের সঙ্গে ব্রেক্সিট আলোচনার প্রস্তাবিত নীতিমালাটি সর্বসম্মতভাবে অনুমোদন করেছেন ইউরোপিয়ান ইউনিয়নের নেতারা। শনিবার ব্রাসেলসে অনুষ্ঠিত বৈঠক শেষে এক টুইট বার্তায় ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের ২৭ দেশের প্রধান উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে।

প্রস্তাবিত এ নীতিমালাটি ডোনাল্ড টাস্ক ৩১ মার্চ উত্থাপন করেছিলেন। শনিবার প্রস্তাবটি উত্থাপনের এক মিনিটের মধ্যেই সর্বসম্মতভাবে অনুমোদিত হয়। ৮ জুন যুক্তরাজ্যের নির্বাচনের পরে দেশটির সঙ্গে আলোচনা শুরু হবে। ব্রেক্সিট আলোচনা শেষ করার সময়সীমা ২০১৯ সালের ২৯ মার্চ।

ইইউর প্রধান মধ্যস্ততাকারী মাইকেল বার্নিয়ের বলেছেন, আমরা প্রস্তুত... আমরা ঐক্যবদ্ধ।

প্রস্তাবিত নীতিমালায় তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। সেগুলো হচ্ছে,  যুক্তরাজ্যে বসবাসকারী ইইউভুক্ত দেশের নাগরিকদের অধিকার নিশ্চিত করা, যুক্তরাজ্যকে আর্থিক বিধি-নিষেধের বিষয়ে একমত হতে হবে, আয়ারল্যান্ড প্রজাতন্ত্র এবং উত্তর আয়ারল্যান্ডের মধ্যে কঠোর সীমান্ত না রাখতে যুক্তরাজ্যকে একমত হতে হবে। সূত্র: বিবিসি।

/এএ/