সুইজারল্যান্ডে বিমান দুর্ঘটনায় ২ কিশোর ও পাইলট নিহত

_97209843_483b3088-56ca-477b-aba6-594adbfe3b7aসুইজারল্যান্ডে একটি ছোট বিমান দুর্ঘটনায় পড়ে ১৪ বছরের দুই কিশোর ও বিমানটির পাইলট নিহত হয়েছেন। দেশটির সুইস গ্রীষ্মকালীন একটি ক্যাম্পে শনিবার এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাটি স্থানীয় সময় সকালে সাড়ে ৯টায় ঘটে। ইতালি সীমান্তের কাছে বিমানটি দুর্ঘটনায় পড়ে। এতে ১৭ বছরের এক কিশোরী গুরুতর আহত হয়েছে।

এক সপ্তাহব্যাপি ক্যাম্পটি আয়োজন করছিল সুইস অ্যারো ক্লাব। প্রতিষ্ঠানটির কর্মকর্তা জানান, এক সপ্তাহের সবচেয়ে বড় আকর্ষণ ছিল এটি। দুর্ঘটনার ফলে তাকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে।

পুলিশের মুখপাত্র রমান জানান, এক ইঞ্জিনের পাইপার পিএ২৮ নামের বিমানটি দুর্ঘটনায় পড়ার আগে একটি ফ্লাইট সম্পূর্ণ করেছিল। উড্ডয়নের ১০ মিনিটের মাথায় বিমানটি দুর্ঘটনায় পড়ে। ঘটনাটির তদন্ত চলছে। ওই এলাকায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্র: বিবিসি।

/এএ/