‘অর্থের জন্য আগুন লাগাতেন’ ইতালির ফায়ার সার্ভিসের কর্মীরা

ইতালির দক্ষিণাঞ্চলীয় _97235276_messinafire10jul17afpসিসিলিতে ফায়ার সার্ভিসের ১৫ সেচ্ছাসেবী কর্মীকে আটক করেছে দেশটির পুলিশ। তাদের বিরুদ্ধে অভিযোগ, অর্থ পাওয়ার জন্য তারা বিভিন্ন স্থানে আগুন লাগিয়েছেন।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত নিজেরা অথবা তাদের বন্ধু কিংবা আত্মীয়দের দ্বারা আগুন লাগায়। পরে জরুরি সেবায় ফোন করা হয়। তখন আগুন নেভানোর কাজে দলটি হাজির হয়।

পুলিশের অনুসন্ধানে বেরিয়ে এসেছে, আগুন লাগানোর জন্য দলটির কমান্ডার দায়িত্বে অনুপস্থিত থাকেন।

অন্যদের তুলনায় এই টিম আগুন নেভানোর ঘটনায় বেশি উপস্থিত থাকার ফলে পুলিশের সন্দেহ হয়।

রাগুসা জেলার এই ফায়ার সার্ভিস দলের সদস্যরা প্রতি ঘণ্টায় ১০ ইউরো করে মজুরি পেতেন। আটক সেচ্ছাসেবীরা আগুন লাগানোর কথা স্বীকার করেছেন।

ইতালিতে তীব্র গরম আবহাওয়া রয়েছে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়ামের উপরে রয়েছে। পাতা শুকিয়ে যাওয়ার ফলে বনাঞ্চলে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়মিত ঘটছে।

চলতি গ্রীষ্মে স্পেন, পর্তুগাল, ফ্রান্সের দক্ষিণাঞ্চল ও বলকান অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা বিরাজ করছে। সূত্র: বিবিসি।

/এএ/