ফ্রান্সে যাত্রী ছাউনিতে গাড়ির ধাক্কায় নিহত ১

_97461492_041185534-2ফ্রান্সের মার্সেই শহরে বাস যাত্রীদের ছাউনিতে গাড়ির ধাক্কায় এক ব্যক্তি নিহত ও অপর একজন হয়েছেন। সোমবার দুটি যাত্রী ছাউনিতে একটি প্রাইভেট কার ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। প্রথমে সোমবার সকালে একটি বাস ছাউনিতে অপেক্ষমান যাত্রীদের উপর গাড়ি চালিয়ে দিয়েছিল এই ব্যক্তি। এখানে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। পরে আরেকটি ছাউনিতে যাত্রীদের উপর গাড়ি চালিয়ে দিলে এক নারী নিহত হয়েছেন।

প্রথম যাত্রী ছাউনিতে স্থানীয় সময় সকাল সোয়া ৯টায় ক্রইক্স রগ এলাকায় ধাক্কা দেয়। পরে ভ্যালেন্টাইন এলাকায় দশটার দিকে ধাক্কা দেয়। দ্বিতীয় ধাক্কায় নিহত হয়েছেন এক নারী। তার বয়স ৪০-র কোটায়।

ফরাসি প্রসিকিউটররা জানিয়েছেন, ঘটনাটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে না।  ফরাসি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, গাড়ির চালককে পুলিশ আগে থেকেই চিনত। চালকের মানসিক সমস্যা থাকতে পারে। তবে অনিশ্চিত সূত্রে জানা গেছে, চালকের অপরাধের তথ্য রয়েছে। কিন্তু গোয়েন্দাদের কাছে পরিচিত না।

স্পেনের বার্সেলোনায় পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় ১৩জন নিহতের কয়েকদিনের মাথায় ফ্রান্সে এই ঘটনা ঘটলো। সূত্র: বিবিসি।