কাতালোনিয়ার নেতাদের বরখাস্ত করবে স্পেন

স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয় জানিয়েছেন, কাতালোনিয়ার নেতাদের সরিয়ে দিয়ে অঞ্চলটির নিয়ন্ত্রণ নেবে সরকার। একই সঙ্গে কাতালোনিয়ায় নতুন নির্বাচন আয়োজন করা হবে। তবে রাজয় কাতালোনিয়ার সংসদ ভেঙে দেননি।

_98408636_ddad4234-9d51-49ba-a718-0ff8e4fc38f3

শনিবার মন্ত্রিসভার জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে স্পেনের সিনেট এই সিদ্ধান্তগুলোকে অনুমোদন দেবে। স্পেন থেকে স্বাধীন হতে গণভোট আয়োজনের তিন সপ্তাহের এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

স্পেন সরকার কাতালোনিয়ার প্রেসিডেন্ট কার্লোস পুইজমেন্টকে স্বাধীনতার দাবি প্রত্যাহারের আহ্বান জানিয়েছিল। পুইজমেন্ট সে আহ্বান প্রত্যাখ্যান করেছেন।

স্পেনের প্রধানমন্ত্রী জানান, কাতালোনিয়াকে সরাসরি শাসন করা ছাড়া তাদের সামনে আর কোনও পথ খোলা নেই। তিনি দাবি করেন, কাতালোনিয়া সরকারের পদক্ষেপ ছিল আইনের সঙ্গে সাংঘর্ষিক ও বিরোধিতা পূর্ণ।

রাজয় জানান, স্পেনের সংবিধানের ১৫৫ ধারা অনুসারে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। এ ধারা অনুসারে, সংকটপূর্ণ মুহূর্তে কাতালোনিয়ার সায়ত্বশাসন বাতিল করে সরাসরি শাসন করতে পারে স্পেন। সূত্র: বিবিসি।