৭০ জনকে হত্যার অভিযোগে হাঙ্গেরিতে পাকিস্তানি ভাড়াটে খুনি গ্রেফতার

সত্তর জনকে হত্যার অভিযোগে হাঙ্গেরিতে এক পাকিস্তানি ভাড়াটে খুনিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার হাঙ্গেরি ও অস্ট্রীয় কর্তৃপক্ষ তাকে গ্রেফতার করে। অস্ট্রিয়ার ফেডারেল ক্রিমিনাল পুলিশ কার্যালয় (বিকে) এই তথ্য জানিয়েছে।

police-budapest-440x264

বিকে মুখপাত্র ভিনসেঞ্জ ক্রিয়েগস জানান, ৩৫ বছরের এই পাকিস্তানি ব্যক্তি পাকিস্তানের গুরুত্বপূর্ণ পলাতক ব্যক্তি।  পলাতক ওই খুনি পাকিস্তানি কসাই বলে পরিচিত। ইন্টারপোলের গ্রেফতারি পরোয়নার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।

মুখপাত্র জানান, আগামী কয়েক দিনের তাকে পাকিস্তানে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। ভাড়াটে খুনি হিসেবে ওই ব্যক্তি ৭০জন কে হত্যা করেছে। তবে অস্ট্রিয়া পুলিশের কাছে এসব হত্যাকাণ্ডের বিস্তারিত নেই।

অস্ট্রিয়া পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে দক্ষিণ হাঙ্গেরিতে তাকে গ্রেফতার করা হয়। মানবপাচারকারীদের মাধ্যমে ওই পাকিস্তানি অস্ট্রিয়া যাওয়ার চেষ্টা করছিল। সূত্র: ডেইলি নিউজ হাঙ্গেরি।