আর্কটিকে ৮ আরোহীসহ রুশ হেলিকপ্টার নিখোঁজ

আর্কটিকের স্ভালবার্ড উপকূলে আট আরোহীসহ এক রুশ হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। নরওয়ের উদ্ধারকর্মীরা হেলিকপ্টারটি উদ্ধারে অভিযান চালাচ্ছে। বৃহস্পতিবার হেলিকপ্টারটি নিখোঁজ হয়।

640_EXPH-0118-07_2017_08_30_17_26_11

উদ্ধার অভিযানের নেতৃত্বে থাকা টরে হংসেট বলেন, আমরা দুটি হেলিকপ্টার ও বেশ কয়েকটি ছোট নৌকা নিয়ে অভিযান চালাচ্ছি। প্রতিকূল আবহাওয়ার কারণে বেশিদূর দেখা যাচ্ছে না। তুষারপাত হচ্ছে, কোনও বাতাস নেই কিন্তু প্রচণ্ড ঢেউ রয়েছে।

উদ্ধারকর্মীদের ধারণা, হেলিকপ্টারটি হয়ত বিধ্বস্ত হয়নি। পানিতে ছিটকে পড়ে ভেসে যেতে পারে।

হেলিকপ্টারটি রাশিয়ার মিল এমআই-এইট ধরনের। এটি পাঁচজন ক্রু ও তিনযাত্রী ধারণ করতে পারে।

যাত্রী ও ক্রুদের জাতীয়তা সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। হংসেট জানান, সবার নামের উচ্চারণ রাশিয়ানদের মতো।

রুশ কোম্পানি কনভার্স এভিয়া এয়ার-এর এক কর্মকর্তা জানান, হেলিকপ্টারটির মালিক তারা। কিন্তু কোম্পানি এটির সঙ্গে যোগাযোগ করতে পারছে না। সূত্র: রয়টার্স।