ফ্রান্সে তিনজনকে হত্যার পর পুলিশ সদস্যের আত্মহত্যা

পূর্ব বিরোধের জেরে ফ্রান্সে তিনজনকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন এক পুলিশ সদস্য। এ সময় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। রবিবার ব্রিটিশ সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

_98817732_mediaitem98817729

বিভিন্ন সংবাদমাধ্যমে খবরে বলা হয়, শনিবার বিকেলে প্যারিসের কাছে একটি সড়কে এ ঘটনা ঘটে। এতে নিহতদের মধ্যে ওই পুলিশ সদস্যের প্রেমিকার বাবা ও দুজন পথচারী রয়েছেন। আহতরা অন্যরা হলেন, তার প্রেমিকা, প্রেমিকার মা ও বোন।

ফ্রান্সের একটি স্থানীয় পত্রিকার খবরে বলা হয়, ওই নারী তাদের সম্পর্ক ভেঙে দেওয়ার কথা জানালে নিহত পুলিশ সদস্য পিস্তল দিয়ে প্রথমে দুজন পথচারীকে হত্যা করেন। এরপর গাড়িতে বসে থাকা প্রেমিকা, তার মা, বাবা ও বোনকে গুলি করার পর আত্মহত্যা করেন। পাশের একটি বাড়ির বাগানের সামনে থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে।

তবে প্যারিসের সারসেলসের শহরের মেয়র ফ্রানসোয়িস পুপপোনি বলেন, ‘হামলার শিকার পরিবারটি ওই এলাকার স্থানীয় বাসিন্দা। তারা আমার পরিচিত।’ এ সময় তিনি ওই পুলিশ সদস্যের সঙ্গে ওই পরিবারটির কোনও সম্পর্ক নেই বলে দাবি করেন।