ইতালিতে আফ্রিকান শরণার্থীদের ওপর গুলিবর্ষণকারী গ্রেফতার

ইতালির মাসেরাতা শহরে চলন্ত গাড়ি থেকে আফ্রিকান শরণার্থীদের লক্ষ্য করে হামলা চালানো সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। শনিবার চলন্ত একটি গাড়ি থেকে বিভিন্ন স্থানে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৬জনকে আহত হয়েছেন। স্থানীয় পুলিশ ও সংবাদমাধ্যমের বরাত দিয়ে হামলাকারীকে গ্রেফতারের খবর নিশ্চিত করেছে বিবিসি।

সন্দেহভাজন বন্দুকধারী লুকা ট্রেইনি

গ্রেফতারকৃত সন্দেহভাজনের নাম লুকা ট্রেইনি। ২৮ বছরের এই যুবককে যখন আটক করা হয় তখন তার গলায় ইতালির পতাকা জড়ানো ছিল। গত বছর অনুষ্ঠিত আঞ্চলিক নির্বাচনে অভিবাসনবিরোধী নর্দান লিগের হয়ে প্রচারণা চালায় লুকা। এমনকি আটকের সময় ফ্যাসিবাদী স্যালুট দেয় বলে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে।

ইতালির জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ মার্চ। নির্বাচনি প্রচারণার গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর মধ্যে অভিবাসন অন্যতম।

লুকা লে মার্শি এলাকার বাসিন্দা। হামলার পর শহরের যুদ্ধের স্মৃতিসৌধে গাড়ি রেখে পালিয়ে যাওয়ার যখন তাকে আটক করা হয় পুলিশকে কোনও বাধা দেয়নি। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ তার গাড়িতে একটি আগ্নেয়াস্ত্র পেয়েছে।

ইতালির স্থানীয় সময় সকাল ১১টায় গুলিবর্ষণ শুরু হয়। হামলায় আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক।

১৮ বছরের এক ইতালীয় মেয়ের খণ্ডিত লাশ দুটি স্যুটকেসে উদ্ধারের একদিন পর গুলিবর্ষণের ঘটনাটি ঘটলো। ইতালীয় হত্যায় জড়িত সন্দেহে নাইজেরিয়ার এক অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে। এই দুটি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে। পামেলা নামের ওই মেয়ে হত্যার পর ডানপন্থী রাজনীতিকরা ঘটনাটিকে সাধারণ নির্বাচনে অভিবাসনবিরোধী বার্তা হিসেবে প্রচার করা শুরু করে। আর শনিবারের গুলিবর্ষণের পর ইতালির প্রধানমন্ত্রী পাওলো জেন্তিলোনি সাময়িকভাবে নির্বাচনি প্রচারণা স্থগিত করেছেন।