নায়ক পুলিশের মৃত্যুতে ‘আনন্দ প্রকাশে’ গ্রেফতার ফরাসি রাজনীতিক

জিম্মি সংকটে সাহসিকতার কারণে নায়ক হিসেবে আখ্যা পাওয়া পুলিশ কর্মকর্তার মৃত্যুতে ‘আনন্দ প্রকাশ’ করায় গ্রেফতার করা হয়েছে এক ফরাসি রাজনীতিককে। সামাজিক মাধ্যম টুইটারে পুলিশ কর্মকর্তার মৃত্যুতে আনন্দ প্রকাশ করে দুটি টুইট করায় গ্রেফতার করা হয়েছে স্টেফান পৌসিয়ার নামের বাম ঘরানার রাজনীতিককে।

স্টেফানে পৌসিয়ার

রবিবার স্টেফানকে উত্তরপূর্ব ফ্রান্সের তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি টুইটারে লিখেছিলেন, যখনই কোনও পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন... আমার বন্ধু রেমি ফ্রেইজির কথা মনে পড়ে। এবার ছিলেন একজন কর্নেল আহত হয়েছেন, খুব ভালো হয়েছে! এছাড়া এর অর্থ হলো ম্যাক্রোঁর একজন ভোটার কমেছে।

স্টেফানের এই টুইটের পর সমালোচনার ঝড় ওঠে। যোগাযোগ মাধ্যমটি তার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়।

শুক্রবার সুপারমার্কেটে জিম্মি সংকটের সময় নিজেকে হামলাকারীর হাতে তুলে দেন নিহত পুলিশ কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল আর্নাউদ বেলট্রেম। হামলাকারীর কাছে জিম্মি থাকা এক নারীর বদলে নিজেকে তুলে দেন তিনি। পরে হামলাকারীর গুলিতে আহত হন। জিম্মি সংকটে শেষে আহত অবস্থায় তার মৃত্যু হয়। তাকে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ নায়ক হিসেবে আখ্যায়িত করেছেন।

রবিবার রাতে স্থানীয় প্রসিকিউটর ডেভিড পামার্ট জানান, স্টেফানে রাত সাড়ে এগারোটা থেকে কাস্টডিতে রয়েছেন। সন্ত্রাসবাদের সমর্থনে টুইট করায় তাকে গ্রেফতার করা হয়েছে। সাত বছর কারাদণ্ড ও ১ লাখ ২৪ হাজার ডলার জরিমানার শাস্তি হতে পারে এই রাজনীতিকের। সূত্র: এএফপি।