৮ বছর বয়সেই বিশ্ববিদ্যালয়ে

বেলজিয়ান বংশোদ্ভূত লরেন্ট সিমন্স মাত্র ৮ বছর বয়সেই উচ্চ মাধ্যমিক পাস করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। ছয় বছরের পড়াশোনা সে শেষ করেছে মাত্র দেড় বছরে।

লরেন্ট সিমন্স

সিমন্সের বাবা বেলজিয়ান ও মা ডাচ। তারা জানান, সিমন্সের আইকিউ ১৪৫। ১৮ বছর বয়সীদের একটি ডিপ্লোমা সে অর্জন করেছে।

বেলজিয়ামের রেডিও আরটিবিএফকে লরেন্ট জানায়, তার প্রিয় বিষয় হলো গণিত। কারণ এটা অনেক বিস্তৃত, রয়েছে পরিসংখ্যান, ভূগোল ও বীজগণিত।

দুই মাস ছুটি কাটানোর পর বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হবে সিমন্সের। ছেলেটির বাবা জানান, শিশুকালে সিমন্সকে সমস্যায় পড়তে হতো। কারণ সে অন্যদের মতো খেলনা নিয়ে ব্যস্ত হতো না।

বাবা-মায়ের সঙ্গে লরেন্স

সিমন্স জানায়, একসময় সে ডাক্তার ও জ্যোতির্বিজ্ঞানী হতে চাইত। কিন্তু এখন সে কম্পিউটার নিয়ে কাজ করতে আগ্রহী।

তার বাবা জানান, যদি সে একজন রঙমিস্ত্রীও হতে চায় তাতে আমাদের কোনও সমস্যা নাই। সূত্র: বিবিসি।