আবুবকর ফোফানাকে হত্যার অভিযোগে ফরাসি পুলিশ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ

গুলি চালিয়ে তরুণকে হত্যার দায়ে ফ্রান্সের একজন পুলিশ সদস্যকে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাকে গত বৃহস্পতিবার ২২ বছর বয়সী আবুবকর ফোফানার হত্যার ঘটনা সম্পর্কে প্রশ্নের মুখোমুখি হতে হয়। আবুর হত্যাকে কেন্দ্র করে ফ্রান্সের নানতে এলাকায় দাঙ্গা সংগঠিত হয়েছিল। সংবাদমাধ্যম বিবিসি লিখেছে, অভিযুক্ত পুলিশ সদস্য প্রথমে গুলি চালাবার কারণ ব্যাখ্যা দিতে গিয়ে এক কথা বলেছেন কিন্তু এখন তার আইনজীবী দিচ্ছেন ভিন্ন ব্যাখ্যা। এদিকে পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি সন্দেহভাজন মাদক পাচারকারী এবং দীর্ঘদিন ধরেই তার ওপর নজর রাখা হচ্ছিল। কিন্তু ওই তরুণের হত্যার প্রতিবাদে স্থানীয়রা মিছিল বের করেছে এবং ফরাসি প্রধানমন্ত্রী ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন।wire-3551302-1530872605-374_634x468

গত মঙ্গলবার ঘটা গুলি চালিয়ে হত্যার ওই ঘটনা সম্পর্কে পুলিশ জানিয়েছে, আবুবকর ফোফানা গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। রাস্তায় পুলিশ তাকে থামায়। কিন্তু তিনি পুলিশের সঙ্গে অসহযোগিতা করেন। এসময় অভিযুক্ত পুলিশ সদস্য তার গলায় গুলি চালান, যাতে ফোফানার মৃত্যু ঘটে। ওই ঘটনার প্রতিবাদে নানতে এলাকায় দাঙ্গা সংগঠিত হয়। বিক্ষুব্ধ যুবকরা গাড়িতে অগ্নিসংযোগ করে এবং পুলিশের ওপর পেট্রোল বোমা ছোঁড়ে। পুলিশও পাল্টা কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। বুধবার ও বৃহস্পতিবার ধরে চলা ওই দাঙ্গায় একটি পাঠাগার, একটি বিপণি বিতান এবং একটি বিদ্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। প্রায় ১ হাজার মানুষ বৃহস্পতিবার মিছিল বের করে এবং ‘আবু হত্যার বিচার চাই’ স্লোগান দেয়।

ঘটনার পর সংশ্লিষ্ট পুলিশ সদস্য বার্তাসংস্থা এএফপিকে বলেছিলেন, তিনি আত্মরক্ষার্থে গুলি চালিয়েছিলেন লক্ষ্য করে। ‘তিনি প্রথমে যা বলেছিলেন তার সঙ্গে আসল ঘটনার যে মিল নেই তা তিনি স্বীকার করেছেন’ উল্লেখ করে অভিযুক্ত পুলিশ সদস্যের আইনজীবী লরেন্ট ফ্রাঙ্ক লিয়েনার্ড জানিয়েছেন, দুর্ঘটনাবশত তার মক্কেলের বন্দুক থেকে গুলি বেরিয়ে গেছে। অভিযুক্ত পুলিশ সদস্য এখন শর্তাধীন জামিনে রয়েছেন।

বৃহস্পতিবারই ফ্রান্সের প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ নানতে এলাকা পরিদর্শনে গিয়েছেন। সেখানে তিনি বিক্ষোভকারীদের দাঙ্গার সমালোচনা করেন। তবে তিনি এ কথাও বলেছেন যে আবুবকর ফোফানার হত্যার ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করা হবে।আবুবকর ফোফানা হত্যার প্রতিবাদে ফরাসিদের মিছিল