ইউক্রেন-রাশিয়া উত্তেজনা

কিয়েভে নিরাপদ সামরিক যোগাযোগের সরঞ্জাম পাঠাচ্ছে ন্যাটো

পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর প্রধান জেন্স স্টলেনবার্গ জানিয়েছেন, এই মাসেই ইউক্রেনের সেনাবাহিনীকে নিরাপদ যোগাযোগ সরঞ্জাম পাঠানো হবে। বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরেশেঙ্কোর তার সঙ্গে আলোচনার জন্য ডাকলে তিনি এই তথ্য জানান। ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সাম্প্রতিক উত্তেজনা নিয়ে আলোচনার জন্যই ন্যাটো প্রধানকে ডেকেছিলেন পোরেশেঙ্কো। ব্রিটিশ বার্তা রয়টার্স এখবর জানিয়েছে।

3934319585

গত মাসে ক্রিমিয়া উপকূলে রাশিয়া তিনটি জাহাজ জব্দ ও ক্রুদের আটকের পরও ইউক্রেনের শান্ত ও স্থির ভূমিকার প্রশংসা করেন স্টলেনবার্গ। তিনি জানান, ইউক্রেনের সশস্ত্র বাহিনীকে শক্তিশালী করার জন্য ন্যাটোর প্রতিশ্রুতি মোতাবেক ৪০ মিলিয়ন ইউরো সহযোগিতার অংশ হিসেবে এই বছরের শেষ দিকে নিরাপদ যোগাযোগ ব্যবস্থার সরঞ্জাম দেওয়া হবে।

ন্যাটো প্রধান সাবেক সোভিয়েত রাষ্ট্র ইউক্রেনকে সহযোগতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন এবং জোটে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। কিয়েভের এই পরিকল্পনার বিরোধিতা করে আসছে মস্কো।

আন্তর্জাতিক আহ্বানের পরও রাশিয়া ইউক্রেনের জাহাজটি তিনটি ও তাদের ক্রুদের ফেরত পাঠাতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

২০১৪ সালে ইউক্রেন থেকে ক্রিমিয়াকে বিচ্ছিন্ন করার অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা জারি রয়েছে।