আলবেনিয়ার সংসদে প্রধানমন্ত্রীর দিকে কালি ছুড়ে মারলেন বিরোধী নেতা

আলবেনিয়ার সংসদ অধিবেশন চলা অবস্থায় দেশটির প্রধানমন্ত্রীর ওপর ক্ষিপ্ত হয়ে বিরোধী দলীয় নেতা কালি ছুড়ে মেরেছেন। উত্তর মেসেডোনিয়াকে ন্যাটোতে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রস্তাব পাস করানোর জন্য সংসদ অধিবেশন বসেছিল। বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস জানিয়েছে, কালি ছুড়ে মারার ওই ঘটনার পর সংশ্লিষ্ট সংসদ সদস্যকে তাৎক্ষণিকভাবে অধিবেশন থেকে বের করে দেওয়া হয়।Untitled
ইউরোপের দেশ মেসেডোনিয়া এক গণভোটের মাধ্যমে ১৯৯১ সালে স্বাধীনতা লাভ করে। আলেক্সান্ডারের বাসভূমির নামের সঙ্গে হুবহু মিল থাকা সাবেক যুগোস্লাভিয়ার অংশ মেসেডোনিয়া দীর্ঘদিন ধরে গ্রিসের সমালোচনার মুখে ছিল। মেসেডোনিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্কও ছিল না গ্রিসের।
অন্যদিকে ওই জটিলতার কারণে ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে পারছিল না মেসেডোনিয়া। শেষ পর্যন্ত  গত ১২ ফেব্রুয়ারি দেশটি আনুষ্ঠানিকভাবে নাম বদল করে। দেশটির নতুন নাম ‘নর্থ মেসেডোনিয়া।’ এবার তাদের ন্যাটোতে যোগ দেওয়া প্রসঙ্গে আলবেনিয়ার সংসদ সদস্যরা একটি প্রস্তাব পাসের জন্য অধিবেশনে বসেছিলেন।
অধিবেশনে বিরোধী দলীয় নেতা লুলজিম বাশা দুর্নীতির অভিযোগ আনেন দেশটির বামপন্থী প্রধানমন্ত্রী  এডি রামার বিরুদ্ধে। তিনি মধ্য ডানপন্থী ডেমোক্র্যাটিক পার্টির নেতা। এর জবাবে  এডি রামা তার যুক্তি তুলে ধরেন। এক পর্যায়ে উত্তেজিত হয়ে লুলজিম বাশা এডি রামার ওপর কালি ছুঁড়ে মারেন।
এ ঘটনার পর লুলজিম বাশাকে ১০ দিনের জন্য সংসদে নিষিদ্ধ করা হয় এবং তাকে তাৎক্ষণিকভাবে সংসদ অধিবেশন ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। পরে অধিবেশনের কার্যক্রম আবার শুরু হয়। আলেবনিয়ার সংসদ সদস্যরা ন্যাটোতে উত্তর মেসেডোনিয়াকে অন্তর্ভুক্তির পক্ষে ভোট দেন।
উল্লেখ্য, ন্যাটোর সদস্য পদ পেতে হলে সদস্য দেশগুলোর সংসদে সংশ্লিষ্ট দেশের পক্ষে প্রস্তাব পাস করাতে হয়।