নেদারল্যান্ডসের ট্রামে গুলিবর্ষণ ‘সন্ত্রাসী হামলা’

নেদারল্যান্ডসের উট্রেখট শহরে একটি যাত্রীবাহী ট্রামে বন্দুকধারীর হামলাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছেন দেশটির সন্ত্রাস দমন বিভাগ। স্থানীয় সময় সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে এই হামলা হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি হামলায় ১ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে। তবে নিহতের বিষয়ে এখনও সরকারের পক্ষ থেকে নিশ্চিত কোনও বক্তব্য পাওয়া যায়নি।

D17vp3ZW0AELvxB

 

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, উট্রেখট শহরে ট্রামে হামলাকারী সন্দেহভাজন বন্দুকধারীর সন্ত্রাসী মোটিভ ছিল।

ডাচ সরকার উট্রেখট প্রদেশের জন্য সন্ত্রাসী হামলার সতর্কতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে গেছে। সারা দেশের মসজিদ, স্কুল ও পরিবহনের কেন্দ্রস্থলগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের পাওয়া খবরে একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।

প্রধানমন্ত্রী মার্ক রুট বলেছেন, হামলায় ঘটনায় তিনি গভীর মর্মাহত এবং বিষয়টি নিয়ে আলোচনা হবে।

সন্ত্রাস দমন বিভাগের সমন্বয়কারী পিয়েটার-জাপ আলবার্সবার্গ এক বিবৃতিতে বলেছেন, উট্রেখট প্রদেশের জন্য হুমকির আশঙ্কার সতর্কতা সর্বোচ্চ ৫-এ নিয়ে যাওয়া হয়েছে। হামলাকারী এখনও পলাতক। সন্ত্রাসী কর্মকাণ্ডের মোটিভ বাদ দেওয়া যাচ্ছে না।

টুইটারে দেওয়া বার্তায় তিনি নাগরিকদের স্থানীয় পুলিশের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, সন্ত্রাস দমন শাখা ও জরুরি সেবার কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। পুরো ট্রাম স্টেশন ঘিরে রাখা হয়েছে। গুলিবর্ষণের ঘটনার পরপরই তিনটি হেলিকপ্টার সেখানে পাঠানো হয়েছে।

পুলিশের মুখপাত্র বার্নহার্ড জেন্স বলেন, ধারণা করা হচ্ছে প্রাইভেট কার নিয়ে সন্দেহভাজন হামলাকারী পালিয়ে থাকতে পারে। যত দ্রুত সম্ভব আমরা ওই ব্যক্তিকে গ্রেফতার করতে চাই। তবে হামলায় একাধিক লোকের জড়িত থাকার কথা উড়িয়ে দেননি তিনি।