মুম্বাইগামী এয়ার ফ্রান্স'র ফ্লাইটের ইরানে জরুরি অবতরণ

এয়ার ফ্রান্সের ভারতের মুম্বাইগামী একটি ফ্লাইট ইরানে জরুরি অবতরণ করেছে। উড্ডয়নের পর অর্ধেক পথ পাড়ি দিয়ে বিমানটি রাডার থেকে হারিয়ে গিয়েছিল। বুধবার এই জরুরি অবতরণের ঘটনা ঘটে।

1074823630

ফ্লাইটরাডার২৪ জানায়, এয়ার ফ্রান্সের এয়ারবাস এ-৩৪০ প্যারিস থেকে রওনা মুম্বাইয়ের উদ্দেশে রওনা দিয়ে ইরানের জরুরি অবতরণ করে। ফরাসি ফ্লাইট এএফ২১৮-এর জরুরি অবতরণের কথা নিশ্চিত করেছে ইরানি কর্তৃপক্ষ। জরুরি অবতরণের আগে ফ্লাইটটি রাডার থেকে হারিয়ে গিয়েছিল।

ইরানের ইসফাহান প্রদেশের গভর্নরের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মহাপরিচালক মানসুর গ্লাস জানান, সব যাত্রীর স্বাস্থ্য ভালো রয়েছে। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

তবে ইরানের বার্তা সংস্থার ইরনার খবরে ফ্লাইটটির জরুরি অবতরণের কোনও কারণের কথা উল্লেখ করা হয়নি।

ফ্লাইটটি প্যারিস ছাড়ে স্থানীয় সময় ১১টা ২১ মিনিটে। বুধবার মধ্যরাতে মুম্বাই পৌঁছার কথা ছিল।