করোনায় মৃত্যুতে চীনকে ছাড়ালো স্পেন

ইতালির পর এবার স্পেনও করোনাভাইরাসে মৃতের সংখ্যায় চীনকে ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার পর্যন্ত করোনায় মৃতের সংখ্যায় এখন দ্বিতীয়স্থানে রয়েছে স্পেন। দেশটিতে গত ২৪ ঘণ্টায় ৭৩৮ জনের মৃত্যু হলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৮৯। যা চীনের সরকার ঘোষিত মৃতের সংখ্যার চেয়ে ৬৮৩ জন বেশি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

spain
বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চীনে সরকার ঘোষিত মৃতের সংখ্যা ৩ হাজার ২৮৫। আর সবচেয়ে বেশি মৃতের সংখ্যা ইতালিতে। দেশটিতে মোট মৃতের সংখ্যা ৬ হাজার ৮২০।
স্পেনের আক্রান্তের সংখ্যাও বেড়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৫৬ হাজার ১৮৮। এদের মধ্যে প্রায় ২৭ হাজার মানুষকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সুস্থ হয়েছেন ৭ হাজার ১৫ জন।
সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা মাদ্রিদে। তবে কাতালোনিয়াতেও আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে।
স্পেনের উপ-প্রধানমন্ত্রী কারমেন কালভো ভাইরাসে পজিটিভ বলে শনাক্ত হয়েছেন। রবিবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
দেশটির এমপিরা ১১ এপ্রিল পর্যন্ত জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়েছেন। এর আওতায় জরুরি প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হতে পারবেন না।