ফ্রান্সে মৃতের সংখ্যা বেড়ে ৩ হাজার ৫৩২

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে ৪৯৯ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে করোনার প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। মঙ্গলবার পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৫৩২ জনে। এতে করে মৃতের সংখ্যায় ভাইরাসটির উৎপত্তিস্থল চীনকে (৩ হাজার ৩০৯) ছাড়িয়ে গেলো দেশটি।

Paris-coronavirus
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি'র খবরে বলা হয়ছে, ফ্রান্স সরকার শুধু হাসপাতালে মৃতদের সংখ্যা জানাচ্ছে। হাসপাতাল ছাড়াও দেশটির অন্যান্য স্থানে মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। ফলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে।
মঙ্গলবার ফ্রান্সের স্বাস্থ্য পরিচালক জানিয়েছেন, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ হাজার ১২৮ জনে। গত ২৪ ঘণ্টায় আইসিউতে রাখা হয়েছে ৫৮৮ জনকে। মোট ৫ হাজার ৫৬৫ জন আছেন আইসিউতে।
এছাড়া ফ্রান্সে একদিনে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৪৩৭৬ জন। এ নিয়ে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৪৪ হাজার ৫৫০ জন।
ফ্রান্সের সরকারি কর্তৃপক্ষ সোমবার তাদের হালনাগাদ তথ্য দিয়ে জানায়, একদিনে সর্বোচ্চ ৪ শতাধিক মানুষের মৃত্যুর পর করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে নাম লেখানো মানুষের সংখ্যা এখন ৩০২৪ জন। তবে আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৯২৭ জন।
আক্রান্তদের মধ্যে হাসপাতালে ভর্তি রয়েছেন ২০ হাজার ৮৪৬ জন, এরমধ্যে ৫ হাজার ৫৬ জনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা চলছে তাদের।
ফ্রান্স, যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি ও চীনে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। সবচেয়ে বেশি মৃতের সংখ্যা ইতালিতে। মঙ্গলবার পর্যন্ত ইতালিতে মৃতের সংখ্যা ১২ হাজার ৪২৮, স্পেনে ৮ হাজার ২৬৯, ফ্রান্সে ৩ হাজার ৫২৩, চীনে ৩ হাজার ১৮৭।