ইতালিতে করোনায় ষষ্ঠ বাংলাদেশির মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালিতে আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার রাতে রোমের একটি হাসপাতালে আনোয়ার হোসেন হিরু (৭২) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়। এ নিয়ে দেশটিতে করোনায় ছয়জন বাংলাদেশির মৃত্যু হলো।

italy
ইতালিতে বরিশাল বিভাগীয় সমিতির লুতফুর রহমান তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন। তিনি জানান, রোমের তরবেল্লামোনাকা এলাকায় দীর্ঘদিন ধরে তিনি বসবাস করে আসছিলেন। করোনায় আক্রান্ত হয়ে প্রায় ১৫ দিন তিনি স্থানীয় তরবেরগাতা হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। বুধবার রাতে হাসপাতালে তিনি মারা যান।
স্থানীয় বাংলাদেশিরা জানান, আনোয়ার হোসেন হিরু একজন সদালাপী ও ভালো মনের মানুষ ছিলেন। ইতালির রোমে সামাজিক অঙ্গনে তার ছিল অবাধ বিচরণ। বাংলাদেশে তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়।
ইতালিতে এর আগে আরও ৫ জন প্রবাসী বাংলাদেশি করোনায় মারা গেছেন।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইতালিতে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৪২২ জন এবং মৃত্যু হয়েছে ১৭ হাজার ৬৬৯ জনের।