লকডাউন শিথিলের দ্বিতীয় দিনে ইতালিতে ২৩৬ জনের মৃত্যু

মহামারি করোনাভাইরাসের  প্রাদুর্ভাব কমতে শুরু করেছে ইতালিতে। নতুন আক্রান্তের সংখ্যা কমতে এবং সুস্থ হওয়া মানুষের সংখ্যা বাড়তে থাকায় সোমবার থেকে দেশটিতে করোনা লকডাউন শিথিল করা হয়েছে। তবে এই পদক্ষেপ গ্রহণের দ্বিতীয় দিনে ইতালিতে করোনায় মারা গেছেন ২৩৬ জন।

96234037_243210563676964_8236369375204999168_n

লকডাউন শিথিল করায় দীর্ঘ দুই মাস পর বাসার বাহিরে যাওয়ার অনুমতি পেয়েছেন ইতালির ৬ কোটি মানুষ। ইতালির প্রধানমন্ত্রী জোসেপ কোঁতে বলেন, লকডাউন পুরোপুরি তুলে নেওয়ার বিষয়টি নির্ভর করবে সংক্রমণের গতিপ্রকৃতির ওপর। বিধি-নিষেধ শিথিল করাকে যেন ‘করোনা ভাইরাস থেকে পুরোপুরি মুক্ত’ না ভাবা হয় তা সম্পর্কে সব নাগরিককে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

লকডাউন শিথিলের দ্বিতীয় দিন মঙ্গলবার  মৃতের তালিকায় যুক্ত হয়েছেন ২৩৬ জন ও সংক্রমিত ১ হাজার ৭৫ জন। আগামী ২ সপ্তাহে যদি সংক্রমণ বেড়ে যায় তাহলে আবারও ইতালিতে লকডাউন করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা ।

ইতালির সিভিল প্রোটেকশন এজেন্সির দেওয়া তথ্য অনুযায়ী, গত ২১ ফেব্রুয়ারি থেকে করোনা প্রাদুর্ভাব শুরুর পর  এখন পর্যন্ত ইতালিতে মৃতের সংখ্যা ২৯ হাজার ৩১৫ জন। আর আক্রান্ত দুই লাখ ১৩ হাজার ১৩ জন।

দেশটিতে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ হাজার ৩৫২ জন। এতে করে মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৫ হাজার ২৩১ জনে।