করোনার কোনও সহজ সমাধান নেই: ডব্লিউএইচও

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) সতর্ক করে বলেছে, করোনাভাইরাস মোকাবিলার কোনও সহজ সমাধান নেই এবং হয়ত কোনও দিন পাওয়া যাবে না। সংস্থাটির প্রধান টেড্রোস আডানম গেব্রিয়াসিস এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে একথা বলেছেন। সোমবার ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

BB17vkF8

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনা মহামারির প্রভাব ভবিষ্যতে অনেক বছর পর্যন্ত থেকে যেতে পারে বলে আশঙ্কার প্রকাশের পর এই সতর্কতা জানালো ডব্লিউএইচও।

ডব্লিউএইচও’র মহাপরিচালক বলেন, এই মুহূর্তে কোনও সহজ সমাধান (সিলভার বুলেট) নেই এবং হয়ত কখনও পাওয়া যাবে না।

করোনাভাইরাস ঠেকাতে বিশ্বে বেশ কয়েকটি সম্ভাব্য ভ্যাকসিনের পরীক্ষা চলছে। গত মাসে অক্সফোর্ড ইউনিভার্সিটি জানিয়েছে, তাদের উদ্ভাবিত ভ্যাকসিন নিরাপদ ও প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারে প্রতীয়মান হয়েছে। এই ভ্যাকসিনের পরবর্তী পরীক্ষায় ১০ হাজার মানুষের দেহে প্রয়োগ করা হবে।

এর আগে শুক্রবার গেব্রিয়াসিস বলেছিলেন, ‘যদিও করোনাভাইরাস নিয়ে গবেষণায় অগ্রগতি হয়েছে, তারপরও অনেক প্রশ্নের উত্তর এখনও মেলেনি, মানুষ এখনও ঝুঁকিতে থেকে গেছে।’

ভাইরাসের প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে উল্লেখ করে তিনি বলেন, ‘এ মহামারির মতো এমন স্বাস্থ্য সংকট শতাব্দীতে একবারই দেখা যায়। আর এর প্রভাব আগামী কয়েক দশক পর্যন্ত থেকে যেতে পারে।’