চীন ও জার্মানি পরাশক্তি হয়ে উঠছে: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনায় রাশিয়া ও যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত গ্রহণের দিন অতীত হয়ে গেছে। এখন পরাশক্তি হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে চীন ও জার্মানি। বৃহস্পতিবার ভালদাই ডিসকাশন ক্লাবের বৈঠকে দেওয়া ভাষণে এ মন্তব্য করেছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ভ্লাদিমির পুতিন

পুতিনের কথায়, ফ্রান্স ও ব্রিটেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভূমিকা ম্রিয়মাণ হচ্ছে। রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তির বিচারে পরাশক্তি হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে চীন ও জার্মানি। ওয়াশিংটন যদি বৈশ্বিক সমস্যা নিয়ে মস্কোর সঙ্গে আলোচনায় রাজি না হয়, তাহলে অন্য দেশের সঙ্গে আলোচনায় প্রস্তুত রাশিয়া।

পুতিন বলেন, যুক্তরাষ্ট্র এখন আর নিজেকে ব্যতিক্রমবাদী বলতে পারবে না।

মার্কিন নির্বাচন প্রসঙ্গে রুশ প্রেসিডেন্ট বলেছেন, তিনি আশা করেন নতুন প্রশাসন নিরাপত্তা ও পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে সংলাপে প্রস্তুত থাকবে।