আক্রান্ত ডাক্তারদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ

বেলজিয়ামের লিজ শহরে করোনায় আক্রান্ত ডাক্তারদের চিকিৎসাসেবা প্রদান চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত করোনা আক্রান্তদের সংখ্যা বৃদ্ধির ফলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

_115077827_gettyimages-1229238215

ইউরোপীয় ইউনিয়নের রাজধানীতে করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়াতে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ আশঙ্কা করছে নতুন আক্রান্তের ‘সুনামি’ হতে পারে।  বার ও রেস্তোরাঁ এক মাসের বন্ধ রাখার নির্দেশ জারি রয়েছে, জারি আছে রাতের কারফিউ। স্বাস্থ্যমন্ত্রী ফ্রাঙ্ক ভান্ডেনব্রুচকে বলেছেন, প্রকৃতপক্ষে আমরা সুনামির খুব কাছাকাছি রয়েছি। এমন পরিস্থিতিতে ডাক্তারদের এই নির্দেশ দেওয়া হলো।

খবরে বলা হয়েছে, করোনায় শহরটির এক-চতুর্থাংশ স্বাস্থ্যকর্মী আক্রান্ত। গত সপ্তাহ থেকে করোনার সংক্রমণ। এমন পরিস্থিতি ১০টি হাসপাতালের করোনায় আক্রান্ত কর্মী ও ডাক্তারদের মধ্যে যাদের কোনও উপসর্গ নেই তাদের কাজ চালিয়ে যেতে বলা হয়েছে।

বেলজিয়ান অ্যাসোসিয়েশন অব মেডিক্যাল ইউনিয়নের প্রধান বিবিসিকে বলেছেন, কয়েকদিনের মধ্যে হাসপাতাল ব্যবস্থা ভেঙে পড়া ঠেকাতে হলে তাদের এছাড়া কোনও বিকল্প নেই। ড. ফিলিপ ডেভোস স্বীকার করেছেন, এমন সিদ্ধান্তে রোগীদের করোনায় সংক্রমিত হওয়ার ঝুঁকি রয়েছে।

বেলজিয়ামের পূর্বাঞ্চলীয় শহরটিতে প্রতি তিনটি পরীক্ষায় একজন আক্রান্ত শনাক্ত হচ্ছেন। হাসপাতালগুলো রোগীদের অন্যত্র পাঠাচ্ছে এবং জরুরি এমন রোগীদের সেবাপ্রদান বন্ধ রাখা হয়েছে।