ফ্রান্সে সর্বোচ্চ সতর্কতা জারি

ফ্রান্সের নিস শহরে ছুরি হামলায় তিন জন নিহতের পর দেশটিতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার ফরাসি প্রধানমন্ত্রী এই ঘোষণা দিয়েছেন। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ খবর জানিয়েছে।

TVWQQBKFLFGVRHVYQFCYCIBEC4

বৃহস্পতিবার সকালে ছুরি হাতে এক ব্যক্তি নিস শহরের নটর ডেম বাসিলিয়াতে হামলা চালায়। এতে এক নারীসহ তিন জন নিহত হয়েছে। নিস মেয়র একে সন্ত্রাসী হামলা বলে উল্লেখ করেছেন। সন্ত্রাসবাদের ঘটনায় তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

ফরাসি প্রধানমন্ত্রী জিন কাস্টেক্স দেশটির আইন প্রণেতাদের জানিয়েছেন, হামলার ঘটনায় সতর্কতার মাত্রা জরুরি অবস্থায় উন্নীত করা হবে।

করোনাভাইরাস মহামারি ঠেকাতে এক মাসের লকডাউন ঘোষণার মধ্যেই এই সর্বোচ্চ সতর্কতা জারি করা হলো।

মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের জেরে এক মুসলিম উগ্রবাদী কর্তৃক একজন ইতিহাসের শিক্ষককে হত্যার পর থেকেই উত্তপ্ত ফ্রান্স। এই ঘটনায় মহানবী (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রকাশ অব্যাহত রাখার ঘোষণা দেন ম্যাক্রোঁ। তার এ ঘোষণায় মুসলিম বিশ্বে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।