করোনার উৎস শনাক্তের তদন্তকে রাজনীতিকরণ না করার আহ্বান ডব্লিউএইচও’র

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক টেড্রোস আডানম গেব্রিয়াসিস নভেল করোনাভাইরাসের উৎস অনুসন্ধানের তদন্ত নিয়ে রাজনীতি না করার জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার প্রাত্যাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান।

BB1buNQb

ডব্লিউএইচও মহাপরিচালক বলেছেন, করোনাভাইরাসের উৎস অনুসন্ধানের তদন্ত নিয়ে রাজনীতি করা হলে সত্য জানার ক্ষেত্রে বাধা তৈরি হবে।

মহাপরিচালক বলেন, আমাদের ভাইরাসটির উৎস সম্পর্কে জানতে হবে। কারণ এটি ভবিষ্যতের মহামারি ঠেকাতে সহযোগিতা করবে।

গেব্রিয়াসিস আরও বলেন, এখানে লুকানোর কিছু নেই। আমরা উৎস সম্পর্কে জানতে চাই এবং এটিই আসল কথা।

সম্প্রতি চীনা সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাস শনাক্তের আগেও বিভিন্ন দেশে এর উপস্থিতি ছিল। এসব প্রতিবেদন অনুসারে, চীনে প্রক্রিয়াজাত খাবারের মাধ্যমে ভাইরাসটি এসেছে। বৈজ্ঞানিক গবেষণায় দাবি করা হয়েছে, গত বছর ইউরোপে ভাইরাসটির সংক্রমণ ছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভাইরাসটির উৎস অনুসন্ধান এখনও  শেষ করতে না পারলেও সাংহাই ইনস্টিটিউট ফর বায়োলজিক্যাল সাইন্সের গবেষকদের দাবি, গত বছরের গ্রীষ্মেই সম্ভবত ভাইরাসটির উদ্ভব হয়। তাদের সন্দেহের তালিকায় রয়েছে, ভারত, বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, গ্রিস, অস্ট্রেলিয়া, ভারত, ইতালি, চেক রিপাবলিক, রাশিয়া ও সার্বিয়া।