রাশিয়ায় করোনা ভ্যাকসিন নিয়েছেন ৮ লাখের বেশি মানুষ

রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী মিখাইল মুরাশকো জানিয়েছেন, দেশটিতে আট লাখের বেশি নাগরিক রুশ করোনা ভ্যাকসিন নিয়েছেন। বিতরণ করা হয়েছে ১৫ লাখের বেশি ডোজ। শনিবার তিনি এই তথ্য তুলে ধরেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

রুশ স্বাস্থ্যমন্ত্রী জানান, ১ জানুয়ারি থেকে যেসব নাগরিক স্পুটনিক ভি ভ্যাকসিন গ্রহণ করবেন তাদের ইলেক্ট্রনিক ভেরিফিকেশন সার্টিফিকেট দেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় ভ্যাকসিন নেওয়া মানুষদের ডাটাবেজ সংরক্ষণ করবে।

করোনা ভাইরাসে আক্রান্তের নিরিখে বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩২ লাখের বেশি এবং মৃত্যু হয়েছে ৫৭ হাজারের বেশি মানুষের।

সোমবার রুশ কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে করোনায় মৃতের সংখ্যা সরকারি পরিসংখ্যানের তুলনায় অন্তত তিনগুণ বেশি হতে পারে। ফলে ধারণা করা হচ্ছে রাশিয়াতে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৮৬ হাজার ছাড়িয়ে যেতে পারে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্পুটনিক ভি ভ্যাকসিনের দুটি ডোজ প্রদান করা হচ্ছে। প্রথম ডোজের ২১ দিনের মাথায় দ্বিতীয় ডোজ নিতে হয়।