ইতালিতে মারিও দ্রাঘির নেতৃত্বে ঐক্য সরকার

ইতালিতে ঐক্য সরকারের প্রধানমন্ত্রী হতে আনুষ্ঠানিকভাবে সম্মতি দিয়েছে মারিও দ্রাঘি। শনিবার তিনি শপথ পাঠ করবেন। ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের সাবেক প্রধান দ্রাঘি দেশটির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর মন্ত্রিসভা গঠন করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, গত মাসে আগের সরকার ভেঙে পড়ার পর ইতালির বেশিরভাগ বড় রাজনৈতিক দলের সমর্থন পেয়েছেন মারিও দ্রাঘি। ইউরোপীয় ইউনিয়নের করোনাভাইরাস পুনরুদ্ধার তহবিল কীভাবে ব্যয় করা হবে তা নিয়ে রাজনৈতিক অস্থিতিশীলতায় পড়ে দেশটি।

 ইতালি এখনও করোনা মহামারিতে বিপর্যস্ত এবং দশকের মধ্যে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটিতে করোনায় মৃত্যু হয়েছৈ ৯৩ হাজারের বেশি মানুষের। মৃত্যুর হিসাবে যা বিশ্বের মধ্যে ষষ্ঠ সর্বোচ্চ।

পার্লামেন্টের সবচেয়ে বড় দল ফাইভ স্টার মুভমেন্টের সমর্থন পাওয়ার পর ইতালিতের বৃহত্তর রাজনৈতিক অংশকে নিজের পেছনে পেয়ে গেছেন সাবেক এই ব্যাংকার। এর ফলে নিজের এজেন্ডা বাস্তবায়নে পর্যাপ্ত সংখ্যাগরিষ্ঠতা তৈরি হয়েছে তার।

ফাইভ স্টার মুভমেন্টের শীর্ষ স্থানীয় নেতা লুইগি ডি মাইয়ো নতুন মন্ত্রিসভায় পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। পপুলিস্ট ডানপন্থী লিগ পার্টির সিনিয়র নেতা জিয়ানকার্লো জিওগেত্তি শিল্পমন্ত্রী, মধ্যবামপন্থী ডেমোক্র্যাটিক পার্টির আন্দ্রেয়া ওরলান্ডো শ্রমমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

আগামী সপ্তাহে সরকারকে আস্থা ভোটের মুখোমুখি হতে হবে। যার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সব দলের সমর্থন পাবে এই সরকার।