অস্ট্রেলিয়ার পার্লামেন্টে যৌনতার ভিডিও ফাঁস

অস্ট্রেলিয়ার পার্লামেন্টের অভ্যন্তরে সরকারের পুরুষ কর্মীদের যৌনতার ভিডিও ফাঁস হয়েছে। এনিয়ে তুমুল বিতর্কে পড়েছে দেশটির রক্ষণশীল সরকার। মঙ্গলবার প্রধানমন্ত্রী স্কট মরিসন এই ধরনের কাজকে চরম লজ্জাজনক আখ্যা দিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। প্রতিশ্রুতি দিয়েছেন নারীদের রাজনীতিতে আকৃষ্ট করতে আরও বেশি কাজ করে যাবেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

যৌন নিপীড়নের অভিযোগ সামলানো নিয়ে এমনিতেই চাপের মধ্যে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। গত মাসে তার এক নারী উপদেষ্টা অভিযোগ তোলেন, সহকর্মীর কাছে ধর্ষণের শিকার হয়েছিলেন তিনি। ওই অভিযোগ ওঠার পর উত্তাল হয়ে ওঠে অস্ট্রেলিয়ার রাজনীতি। আর এবারে পার্লামেন্টে পুরুষ সদস্যদের যৌনতার ভিডিও ফাঁস হয়ে পড়ায় নতুন করে সংকটে পড়লো দেশটি।

দ্য অস্ট্রেলিয়ান নিউজপেপার এবং চ্যানেল টেন সম্প্রতি এক খবরে জানিয়েছে যে, দেশটির সরকারের কয়েক জন পুরুষ কর্মী একটি ফেসবুক মেসেঞ্জার গ্রুপ খুলেছেন। ওই গ্রুপে তারা পার্লামেন্টের অভ্যন্তরে যৌনতার ছবি ও ভিডিও ধারণ করে নিজেদের মধ্যে বিনিময় করেন। এক হুইসেল ব্লোয়ার এসব ছবি ও ভিডিও ফাঁস করে দেয়। তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে সরকারি কর্মীরা প্রায়ই পার্লামেন্টের প্রার্থনা কক্ষে যৌনতা চালান, এমনকি জোটের আইনপ্রণেতাদের মনোরঞ্জনের জন্য পার্লামেন্টে যৌন কর্মীদেরও আনা হয়।

এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সরকারের এক কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে চাকরিচ্যুত করা হয়েছে। এছাড়া এই ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সরকার।