তুরস্কের বিরুদ্ধে উস্কানির অভিযোগ গ্রিসের

তুরস্ক শরণার্থী বোঝাই নৌকা গ্রিসের জলসীমায় ঠেলে দেওয়ার চেষ্টা করে উস্কানি দিচ্ছে বলে অভিযোগ করেছে এথেন্স। তবে গ্রিসের এই অভিযোগ জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে তুরস্ক। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ভূমধ্যসাগরের জ্বালানি সম্পদ থেকে শুরু করে বেশ কিছু ইস্যুতে বিরোধ রয়েছে গ্রিস ও তুরস্কের। গত বছর গ্রিসের স্থল সীমান্তে তুরস্ক হাজার হাজার অভিবাসন প্রত্যাসীকে সমবেত করলে দুই ন্যাটো মিত্রের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়।

গ্রিসের অভিবাসন মন্ত্রী নোতিস মিতারাসি জানিয়েছেন শুক্রবার এথেন্সের জলসীমায় শরণার্থী বোঝাই নৌকা ঢোকানোর বেশ কয়েকটি প্রচেষ্টা প্রতিহত করেছে তাদের কোস্টগার্ড। তুরস্কের কোস্টগার্ড ও নৌবাহিনী এই প্রচেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনাকে উস্কানি বলে অভিহিত করেন তিনি। তিনি বলেন, ‘নিঃসন্দেহে বলা যায় এসব অভিবাসী তুরস্ক উপকূল থেকে রওনা দিয়েছে আর ঘটনা হলো তুরস্ক তাদের সমর্থন করছে।’ ‘এই অপ্রয়োজনীয় উস্কানি’ বন্ধ করতে তুরস্কের প্রতি আহ্বান জানান তিনি।

গ্রিসের এই অভিযোগের জবাব এক টুইট বার্তায় দিয়েছেন তুরস্কের ডেপুটি স্বরাষ্ট্রমন্ত্রী ইসমাইল কাটাকলি। তিনি দাবি করেন গ্রিস ঘটনার ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে আর মিথ্যা বলছে। কাটাকলি পাল্টা অভিযোগ তুলে বলেন, গ্রিস শুক্রবার সাতটি ঘটনার মাধ্যমে ২৩১জন শরণার্থীকে ফেরত পাঠানোর চেষ্টা করলে তুরস্ক তাদের উদ্ধার করেছে।