নিউ জিল্যান্ডে বিরল ছুরি হামলা, আহত ৪

নিউ জিল্যান্ডের একটি সুপারমার্কেটে এক ছুরি হামলায় অন্তত চার জন আহত হয়েছে। এর মধ্যে তিন জনের অবস্থা গুরুতর। ডানেডিন শহরের কাউন্টডাউন সুপারমার্কেটে এই হামলার ঘটনা ঘটে। সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে হেফাজতে নিয়েছে কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রী জাসিন্দ্রা আর্ডেন জানিয়েছেন, হামলাকারীর উদ্দেশ্য পরিষ্কার নয়, তবে অভ্যন্তরীণ সন্ত্রাসের কোনও আলামতও দেখা যাচ্ছে না। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

নিউ জিল্যান্ডে বড় ধরনের সহিংসতার খবর বেশ বিরল। তবে ২০১৯ সালে দেশটি ক্রাইস্টচার্চ হামলা প্রত্যক্ষ করে। সেদিন দুটি মসজিদে এক শ্বেতাঙ্গ আধিপত্যবাদীর হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়।

সোমবারের হামলা প্রসঙ্গে স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে আহতদের মধ্যে সুপারমার্কেটের কর্মী এবং ক্রেতা উভয়ই রয়েছে। প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলের ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দিয়েছেন।

এক নারী বলেন, ‘আমরা কেবল চিৎকার শুনলাম আর ভেবেছিলাম কেউ পড়ে গেছে, কিন্তু শব্দ আরও বাড়তে থাকলো এবং আরও বেশি মানুষ চিৎকার করতে থাকলো।’ তিনি বলেন, ‘মানুষের মধ্যে আমি একটি লাল হাত দেখলাম, রক্তাক্ত হাত আর সবাই বের হওয়ার দরোজার দিকে দৌড়াতে লাগলো।’

কয়েকজন দোকানদার হামলাকারীকে ধরার চেষ্টা চালায়। কাউন্টডাউনের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দোকানে ঘটে যাওয়া ঘটনায় তারা হতবাক এবং বিপর্যস্ত’। ওই বিবৃতিতে বলা হয়, ‘এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার হলো এই চরম ভয়াবহ ঘটনার রেশ থেকে আমাদের আহত সদস্যসহ সকলের যত্ন নেওয়া। কর্মীদের সহায়তা করতে গিয়ে যেসব ক্রেতা আহত হয়েছেন তাদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।’