ইতালিতে ভুল করে এক নারীকে ৬ ডোজ টিকা!

ইতালিতে এক তরুণীকে ভুল করে ছয় ডোজ ফাইজার-বায়োএনটেকের করোনা টিকা দেওয়ার ঘটনা ঘটেছে। রবিবার এই ঘটনাটি ঘটেছে। দেশটির সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ২৩ বছরের ওই নারীকে মধ্য তুসকানির মাসা এলাকায় নিজের বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

এজিআই বার্তা সংস্থা জানায়, রবিবার ভ্যাকসিন নেওয়ার পর তাকে প্যারাসিটামল খেতে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত ওই নারীর অবস্থা ভালো।

খবরে বলা হয়েছে, একজন নার্স ভুল করে ওই তরুণীর দেহে এক ডোজের বদলের ভ্যাকসিনের পুরো ভায়াল প্রয়োগ করেছেন। ভ্যাকসিনের একটি ভায়ালে ৬টি ডোজ রয়েছে।

এক বিবৃতিতে মাসার হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, ওই তরুণীকে পুরো ভায়ালে ছয়টি ডোজ দেওয়া হয়ে গেছে।

এজিআই আরও জানায়, ফাইজারের ভ্যাকসিনের ওভারডোজ পরীক্ষা চার ডোজে সীমাবদ্ধ ছিল। এখন কাউকে ছয় ডোজ ভ্যাকসিন দেওয়ার কথা জানা না থাকায় ওই তরুণীকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। ইতালির মেডিসিন্স এজেন্সিকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

এর আগে ফাইজার-বায়োএনটেকের ওভারডোজের ঘটনা জার্মানি, অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে ঘটেছে। সূত্র: ইউরো নিউজ